
২০ মে চেসবিডির লাইভে আসছেন উপমহাদেশের কিংবদন্তি নারী দাবাড়ু রানী হামিদ
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৯ মে ২০২১
উপমহাদেশের কিংবদন্তি নারী দাবাড়ু রানী হামিদ আগামীকাল ২০ মে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় অতিথি হয়ে বাংলা ভাষায় দাবার প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘চেসবিডি.কম’ লাইভ অনুষ্ঠানে আসছেন।
প্রখ্যাত আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সঙ্গে অতিথি হয়ে অনুষ্ঠানে যোগ দেবেন উপমহাদেশের প্রথম আন্তর্জাতিক নারী দাবা সংগঠক মাহমুদা হক চৌধুরী মলি।
‘কোন পথে নারী দাবা’ শিরোনামে এই বিশেষ লাইভ অনুষ্ঠানটি chessbd.com-এর facebook পেজে ২০ মে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে।
লিঙ্ক : https://www.facebook.com/chessbdcom-624560250907593
লাইভ অনুষ্ঠানে অতিথিবৃন্দের কাছে যে কেউ দাবা বিষয়ে প্রশ্ন করতে পারেন আমাদের ফেসবুক পেইজে। উনারা আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবেন।
চেসবিডি.কম/এমএ
বাংলা ভাষায় দাবার প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘চেসবিডি.কম’ আগামী ২০ মে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০ টায় ‘কোন পথে নারী দাবা’ শীর্ষক লাইভ অনুষ্ঠান করতে যাচ্ছে। বিশেষ এ অনুষ্ঠানটি chessbd.com-এর facebook পেজে অনুষ্ঠিত হবে।
লিঙ্ক : https://www.facebook.com/chessbdcom-624560250907593
লাইভ অনুষ্ঠানে অতিথি থাকছেন উপমহাদেশের কিংবদন্তি নারী দাবাড়ু রানী হামিদ ও আন্তর্জাতিক নারী দাবা সংগঠক মাহমুদা হক চৌধুরী মলি। অনুষ্ঠান সঞ্চালনা করবেন চেসবিডি.কম সম্পাদক মোরসালিন আহমেদ।
** বি.দ্র : আমাদের ফেসবুক পেজে লাইক-কমেন্টসের মাধ্যমে লাইভ অনুষ্ঠানে যে কেউ দাবা বিষয়ে প্রশ্ন করতে পারেন। অতিথিবৃন্দ আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবেন **