
৭ চালেই জিয়ার আত্মসমর্পণ
৭ চালেই জিয়ার আত্মসমর্পণ
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
নয়াদিল্লি (ভারত) : ১৩ জানুয়ারি ২০১৯
১৭তম দিল্লি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে রীতিমতো হতাশই করলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।আজ রোববার নয়াদিল্লিতে দেশসেরা এ তারকা দাবাড়ু মাত্র ৭ চালেই স্বাগতিক ভারতের গ্র্যান্ডমাস্টার দিপ্তায়ন ঘোষের কাছে আত্মসমর্পণ করেন।
জিয়া (2470) টুর্নামেন্টের সপ্তম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে দিপ্তায়নের (2544) কালো ঘুঁটির বিপক্ষে ময়দানি লড়াই শুরু করলেও চৌষট্টি খোপের দাবার জমিনে বেশিক্ষণ যুদ্ধের দামামা বাঁজাতে পারেননি।ঘুঁটি কাটাকাটির এক পর্যায় এক পন ডাউনের পর পিস ডাউন হবার সম্ভাবনা দেখার পর পরই বিপক্ষকে রিজাইন দেন তিনি।
এমন পরাজয়ের পরও জিয়া ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ২৩ জনের সাথে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছেন।অপরদিকে জিয়াকে হারিয়ে দিপ্তায়ন এখন চার জনের সাথে শীর্ষে অবস্থান করছেন।
জিয়া-দিপ্তায়ন এর ম্যাচটি পাঠকের জন্য দেয়া হলো :
Rahman, Ziaur (2470) – Ghosh, Diptayan (2544)
1.d4 Nf6 2.Bg5 d5 3.e3 c6 4.Bd3 Bg4 5.Ne2 Nbd7 6.c4 dxc4 7.Bxf6 cxd3 0-1