ভূপালে আবজিদ ২৮তম
ভূপালে আবজিদ ২৮তম স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কমভূপাল (ভারত) : ২৮ ডিসেম্বর ২০১৮ ভূপাল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে জনতা ব্যাংক অফিসার ওয়েলফোর সোসাইটির মো. আবজিদ রহমান ৩৭৫ জনের মধ্যে ২৮তম হয়েছেন। এদিকে উত্তরা সেন্টাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস সপ্তম রাউন্ড পর্যন্ত দ্বিতীয় স্থানে থেকে শেষ দুই রাউন্ডে টানা হারে ৬.৫ পয়েন্ট পেয়ে […]
আরও পড়ুন