এসিপিবি নির্বাচনে ‘এনায়েত-আসাদ-সোহেল-শাওন’ পরিষদ জিতেছে
এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) এর নির্বাচনে ‘এনায়েত-আসাদ-সোহেল-শাওন’ পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে। যদিও ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। আজ ২৭ জানুয়ারি শুধুমাত্র সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্মসম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৩৭৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য নির্বাচনে মোট ৩৭৬টি ভোটের মধ্যে সর্বোচ্চ […]
আরও পড়ুন