শেখ কামাল দলগত দাবায় ঢাকা বিভাগ অপরাজিত চ্যাম্পিয়ন
শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে দলগত দাবার বালক ও বালিকা উভয় গ্রুপে ঢাকা বিভাগ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা বিভাগ বালক গ্রুপে ৫ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট এবং বালিকা গ্রুপেও ৫ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করে। ঢাকা বিভাগীয় বালক দলের পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে মো. আজমাইন পারভেজ সায়র, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা […]
আরও পড়ুন