হেরে গেলো মুগ্ধ
কমনওয়েলথ দাবা (ওপেন অনূর্ধ্ব-১০) চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে গেছেন। মালয়েশিয়ার মেলাকা শহরে আজ ২৫ ফেব্রুয়ারি রোববার সপ্তম রাউন্ডে ভারতের আরিত কাপিল মুগ্ধকে পরাজিত করে। উল্লেখ্য মুগ্ধ ৭ ম্যাচে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে নবমস্থানে অবস্থান করছে।
আরও পড়ুন