বিশ্ব জুনিয়র দাবায় তৃতীয় স্থানে তাহসিন

ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ড শেষে ৭ খেলায় ৫ পয়েন্ট সংগ্রহ করে ৯ জন সঙ্গে তৃতীয় স্থানে রয়েছেন। এদিকে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৭ খেলায় ৩.৫ পয়েন্ট পেয়ে ৮৭তম স্থানে অবস্থান করেছেন। মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে ৩ মার্চ রাতে সপ্তম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আজারবাইজানের আন্তর্জাতিকমাস্টার তালিবোভ শিরোগলানকে পরাজিত করেন। […]

আরও পড়ুন