গোয়া গ্র্যান্ডমাস্টার্সে ৯ বাংলাদেশি

আন্তর্জাতিক জাতীয়

গোয়া গ্র্যান্ডমাস্টার্সে ৯ বাংলাদেশি 
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
গোয়া (ভারত), ১৩ অক্টোবর ২০১৮

গোয়া প্রথম অান্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতা আজ শনিবার ভারতের পর্যটননগরী গোয়াতে শুরু হচ্ছে। সুইস লিগ পদ্ধতির এ আসরে বাংলাদেশের ৯জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

অংশ নেওয়া খেলোয়াড়রা হচ্ছেন সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, শেখ রাসেল চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন সাগর, শেখ রাসেল চেস ক্লাবের ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া এবং মো. রাহী মাসুম। এছাড়া আরো একজন দেশি দাবাড়ুর অংশ নেবার কথা রয়েছে।

উল্লেখ্য এ প্রতিযোগিতায় ১৭টি দেশের ২৮৫ জন অংশ নিচ্ছেন। এর মধ্যে গ্র্যান্ডমাস্টার ২৪ জন, মহিলা গ্র্যান্ডমাস্টার ৪জন, আন্তর্জাতিক মাস্টার ২৬জন, মহিলা অান্তর্জাতিক মাস্টার ৫জন, ফিদেমাস্টার ১৫জন, মহিলা ফিদেমাস্টার ৫জন, ক্যান্ডিডেটমাস্টার ৮ জন ও মহিলা ক্যান্ডিডেটমাস্টর ১জনসহ ৮৬জন টাইটেল হোল্ডার রয়েছেন।

এ আসরের গড় রেটিং ২০০০। ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। অাজ উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী খেলোয়াড়দের স্থানীয় সময় বেলা একটায় ড. শ্যামা প্রসাদ মুখার্জ্জি ইনডোর স্টেডিয়ামে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।
চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *