গোয়া গ্র্যান্ডমাস্টার্সে জিয়া শীর্ষে

আন্তর্জাতিক জাতীয়

গোয়া গ্র্যান্ডমাস্টার্সে জিয়া শীর্ষে
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
গোয়া (ভারত), ১৪ অক্টোবর ২০১৮

গোয়া প্রথম আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান টানা তিন জয় নিয়ে ২০জনের সাথে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন।

এদিকে শেখ রাসেল চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ২ পয়েন্ট করে সংগ্রহ করেছেন।

অপরদিকে শেখ রাসেল চেস ক্লাবের ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া ১ পয়েন্ট, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন সাগর ও তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম অর্ধ পয়েন্ট সংগ্রহ করেছেন।

আজ ১৪ অক্টোবর রোববার বিকেলে তৃতীয় রাউন্ডে জিয়া (2473) স্বদেশি শাকিলকে (2247) পরাজিত করেন।

তবে নাসির (2234) বুলগেরিয়ার গ্র্যান্ডমাস্টার সের্গেই কাসপারভের কাছে (2453), পরাগ (2209) পশ্চিমবঙ্গের অারিয়ামান সাইনের (1873) কাছে, তাহসিন (1825) তামিলনাড়ুর অ্যালান ডিভিয়া রাজের কাছে (2127), সাগর (2328) মহারাষ্ট্রের আকাশ ডেলভির কাছে (1842) এবং সিয়াম (2180) তামিলনড়ুর প্রোরনা শ্রীর (1758) কাছে পরাজিত হয়েছেন।

১৫ অক্টোবর বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটয় চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ