
জেনে নিন দাবা খেলার প্রয়োজনীয় সাংকেতিক চিহ্ন
জেনে নিন দাবা খেলার প্রয়োজনীয় সাংকেতিক চিহ্ন
দাবা হচ্ছে বুদ্ধিদ্বীপ্ত অধ্যয়ননির্ভর খেলা। প্রতিটি ওপেনিং বা ডিফেন্সের একটি চালের পেছনে রয়েছে হাজারো শাখা-প্রশাখা। নিত্য নতুন প্রতিদিনই ওপেনিং বা ডিফেন্সের নানা রকম ভ্যারিয়েশন আবিস্কৃত হচ্ছে। এভাবেই এগিয়ে চলেছে হাজারো বছরের পুরনো এ খেলাটি। যা আধুনিক বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হিসেবে সমাধিত।নিচে দাবা খেলার প্রয়োজনীয় কিছু সাংকেতিক চিহ্ন তুলে ধরা হলো। যে কোন এনালাইসিস গেইম বুঝতে আপনাকে এসব চিহ্ন সহায়তা করবে।
! = ভালো চাল
!! = খুব ভালো চাল
? = ভুল চাল
?? = মারাত্মক ভুল চাল
= একমাত্র চাল
!? = বিবেচনাযোগ্য চাল
?! = সংশয়পূর্ণ চাল
>> = রাজার দিকের ঘর
<< = মন্ত্রীর দিকের ঘর
+ = চেক বা কিস্তি
++ = চেকমেট বা কিস্তিমাত
= = সাদা কালোর জন্য সমান সমান
+ – = সাদার জন্য ভালো, কালোর জন্য অনিশ্চিত ব খারাপ
-+ = কালোর জন্য ভালো, সাদার জন্য অনিশ্চিত ব খারাপ
০০ = এক সাথে মিলিত বোড়ে
০…০ = বিচ্ছিন্ন বোড়ে
× = দুর্বল অবস্থান
সূত্র : মোরসালিন অাহমেদ এর ”গল্পে গল্পে দাবা খেলা” গ্রন্থ থেকে সংকলিত।