
গোয়া গ্র্যান্ডমাস্টার্সে সাগর ২৩তম
গোয়া গ্র্যান্ডমাস্টার্সে সাগর ২৩তম
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
গোয়া (ভারত), ২০ অক্টোবর ২০১৮
বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন সাগর গোয়া প্রথম আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় ১০ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে ২৩তম হয়েছেন।তিনিই দেশীয় দাবাড়ুদের মধ্যে এ আসরে ভাল করেছেন ।
এদিকে ৬.৫ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৩০তম ও শেখ রাসেল চেস ক্লাবের ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ ৪৮তম হয়েছেন।
অপরদিকে ৬ পয়েন্ট পেয়ে শেখ রাসেল চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ৬২তম ও ৫ পয়েন্ট পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ১৩৮তম হয়েছেন ।
তবে ৪ পয়েন্ট সংগ্রহ করে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া ২০৮তম, তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ২২০তম স্থান পেয়েছেন।
এছাড়া ২.৫ পয়েন্ট নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ আমির আলী রানা ২৬৬তম ও মো. মাসুম রাহী ২৭০তম হয়েছেন।
আজ শনিবার দশম তথা শেষ রাউন্ডে সাগর (2328) মহারাষ্ট্রের নায়ার সঞ্জীবকে (2081), শাকিল (2247) তামিলনাড়ুর গীনেশকে (2060), এবং মাসুম রাহী (1548) কেরালার শ্রেয়াস পাইয়াপ্পাতকে (1598) পরাজিত করেন।
জিয়া (2473) ও হারিয়ানার সাহিল টিকলো (2217) এবং তাহসিন (1825) ও পশ্চিমবঙ্গের অরুনাভ ভট্টাচার্য (1639) একে অপরের সাথে ড্র করেন।
পরাগ (2209) ভারতের আন্তর্জাতিক মাস্টার নাগপালের (2433) বিপক্ষে ওয়াকওভার পেয়েছেন । তবে সিয়ামের (2180) বিপক্ষে ওয়াকওভার পেয়েছেন পশ্চিমবঙ্গের অয়ন পাল (1704) ।
নাসির (2234) তামিলনাড়ুর প্রজেশের (1953) কাছে এবং রানা (1764) মহারাষ্ট্রের নিতিন ভেখন্ডের (1542) কাছে হেরে যান।
উল্লেখ ইরানের গ্র্যান্ডমাস্টার ইদানি পাউয়া (2588) ৮.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ১০ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১৭টি দেশের ২৮৮ জন অংশ নেন। এর মধ্যে গ্র্যান্ডমাস্টার ২৪ জন, মহিলা গ্র্যান্ডমাস্টার ৪জন, আন্তর্জাতিক মাস্টার ২৬জন, মহিলা অান্তর্জাতিক মাস্টার ৫জন, ফিদেমাস্টার ১৫জন, মহিলা ফিদেমাস্টার ৫জন, ক্যান্ডিডেটমাস্টার ৮ জন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টর ১জনসহ ৮৬জন টাইটেল হোল্ডার ছিলেন।
চেসবিডি.কম/এমএ