
এলিগেন্টে সাগর অপরাজিত চ্যাম্পিয়ন
এলিগেন্টে সাগর অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ২১ অক্টোবর ২০১৮
বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ সাগর এলিগেন্ট উত্তরা অষ্টম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন । ছয় ম্যাচে সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে এ কৃতিত্ব দেখান ।
এদিকে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে মোহাম্মদ ইউসুফ রানারঅাপ, মোহাম্মদ মুতাকাব্বির তৃতীয় ও চতুর্থ হয়েছেন মো. মনিরুজ্জামান মাসুদ । অপর দিকে সাড়ে চার পয়েন্ট পেয়ে মোহাম্মদ নেসারউদ্দিন পঞ্চম ও গোলাম সারোয়ার ষষ্ঠ হয়েছেন ।
আজ রোববার ষষ্ঠ তথা শেষ রাউন্ডে সাগর ফয়সাল হোসেনকে, ইউসুফ মো. নেসারউ্দিনকে, মুতাকাব্বির সারোয়ার হোসেন উল্লাসকে, মনিরুজ্জামান দানিয়েল মুরাদকে ও গোলাম সারোয়ার শামসুল কবীরকে পরাজিত করেন ।
উল্লেখ্য এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি উত্তরা শাখার আয়োজনে থাইল্যান্ড ও বাংলাদেশের ৪১জন খেলোয়াড় এ আসরে প্রতিদ্বন্দ্বিতা করেন ।
চেসবিডি.কম/এমএ