এলিগেন্টে সাগর অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক জাতীয়

এলিগেন্টে সাগর অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ২১ অক্টোবর ২০১৮

বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ সাগর এলিগেন্ট উত্তরা অষ্টম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন । ছয় ম্যাচে সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে এ কৃতিত্ব দেখান ।

এদিকে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে মোহাম্মদ ইউসুফ রানারঅাপ, মোহাম্মদ মুতাকাব্বির তৃতীয় ও চতুর্থ হয়েছেন মো. মনিরুজ্জামান মাসুদ । অপর দিকে সাড়ে চার পয়েন্ট পেয়ে মোহাম্মদ নেসারউদ্দিন পঞ্চম ও গোলাম সারোয়ার ষষ্ঠ হয়েছেন ।

আজ রোববার ষষ্ঠ তথা শেষ রাউন্ডে সাগর ফয়সাল হোসেনকে, ইউসুফ মো. নেসারউ্দিনকে, মুতাকাব্বির সারোয়ার হোসেন উল্লাসকে, মনিরুজ্জামান দানিয়েল মুরাদকে ও গোলাম সারোয়ার শামসুল কবীরকে পরাজিত করেন ।

উল্লেখ্য এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি উত্তরা শাখার আয়োজনে থাইল্যান্ড ও বাংলাদেশের ৪১জন খেলোয়াড় এ আসরে প্রতিদ্বন্দ্বিতা করেন ।
চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *