জনতা ব্যাংক. অগ্রণী ব্যাংক ও দেবদাস সংসদ শীর্ষে

জাতীয়

জনতা ব্যাংক. অগ্রণী ব্যাংক ও দেবদাস সংসদ শীর্ষে
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ২৬ অক্টোবর ২০১৮

প্রথম বিভাগ দাবা লিগের দ্বিতীয় রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি, অগ্রণী ব্যাংক দাবা দল ও দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ।

আজ শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে জনতা ব্যাংক ৩.৫-০.৫ পয়েন্টে বসির মেমোরিয়াল চেস ক্লাবকে পরাজিত করে ।  জনতা ব্যাংকের মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন, দুই ভারতীয় আন্তর্জাতিক মাস্টার আনভেস উপাধ্যায় ও রাকেশ কুমার জানা যথাক্রমে বসির মেমোরিয়ালের আমদাদুল কবীর চৌধুরী, খন্দকার বুলবুল ফেরদৌস গোলাপ ও ভারতীয় সামবার্তা ব্যানার্জীকে পরাজিত করেন ।  তবে বসির মেমোরিয়ালের ভারতীয় স্বর্নাভো বিশ্বাস জনতা ব্যাংকের ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনের সাথে ড্র করেন ।

এদিকে অগ্রণী ব্যাংক ৩-১ পয়েন্টে হারিয়েছে লিজেন্ট ফারাজ আয়াজ চেস টিমকে ।  অগ্রণী ব্যাংকের দুই ভারতীয় খেলোয়াড় শুভ্রদিপ্ত দাস ও সম্রাট ঘোরাই যথাক্রমে ফারাজ আয়াজের মোহাম্মদ সালমান মুন্সি ও মো. জসিম উদ্দিনকে পরাজিত করেন ।  তবে ফারাজ আয়াজের মো. নাসিম হোসেন ভূঁইয়া ও মোহাম্মদ হাসান মিয়া যথাক্রমে অগ্রণী ব্যাংকের মো. ইমদাদুল হক ও মোহাম্মদ সিরাজুল কবীরের সাথে ড্র করেন ।

অপরদিকে দেবদাস সংসদের কাছে ২.৫-১.৫ পয়েন্টে হেরে গেছে গোপালগঞ্জ খেলাঘর দাবা সংঘ ।  দেবদাস সংসদের নাসিরউদ্দিন অপু ও খন্দকার নজরে মাওলা যথাক্রমে গোপালগঞ্জের আফজাল হোসেন সাচ্চু ও বাদল হালদারকে পরাজিত করেন ।  তবে এ বি বাপ্পী হাবিবুর রহমান সোহেলের সাথে ড্র করেন ।  কিন্ত গোপালগঞ্জের মো. এনায়েত হোসেনের কাছে হেরেছেন জাবের আল হামিদ ।

এছাড়া উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৪-০ পয়েন্টে মহাখালী প্রদীপ সংঘকে এবং লিওনাইন চেস ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে পরাজিত করে ।  এদিন মীর চেস ক্লাবের বিরতি ছিল ।

লিগের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ । ২৭ অক্টোবর শনিবার বিকেল তিনটায় তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে । এদিন জনতা ব্যাংক ও লিওনাইন, মহাখালী ও বসির মেমোরিয়াল, ফারাজ আয়াজ ও উত্তরা, গোপালগঞ্জ ও অগ্রণী ব্যাংক, মীর চেস ও দেবদাস সংসদ মোকাবেলা করবে ।  তবে ক্যাসপারভ চেস ক্লাবের বিরতি দিন ।
চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *