জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক শীর্ষে

জাতীয়

জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক শীর্ষে
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ২৭ অক্টোবর ২০১৮

শিরোপা প্রত্যাশী জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি ও অগ্রণী ব্যাংক দাবা দল টানা তিন জয় নিয়ে প্রথম বিভাগ দাবা লিগে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে শীর্ষে রয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনে আজ শনিবার তৃতীয় রাউন্ডে জনতা ব্যাংক ২.৫-১.৫ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে পরাজিত করে। লিওনাইনের গিয়াসউদ্দিন আহমেদ জনতা ব্যাংকের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার রাকেশ কুমার জানাকে হারিয়ে চমক দেখালেও দলকে জয় এনে দিতে পারেনি।তাঁর সতীর্থ সনাতন জাহিদ অবশ্য মো. আবজিদ রহমানের সাথে ড্র করেন। তবে জনতা ব্যাংকের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার আনভেস উপাধ্যায় ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন যথাক্রমে লিওনাইনের ফিদেমাস্টার রেজাউল হক ও শেখ মো. খায়রুল ইসলামকে হারিয়ে জয় নিশ্চিত করেন।

এদিকে অগ্রণী ব্যাংক ২.৫-১.৫ পয়েন্টে হারিয়েছে গোপালগঞ্জ খেলাঘর দাবা সংঘকে। জয়ী দলের দুই ভারতীয় খেলোয়াড় শুভ্রদিপ্ত দাস ও সম্রাট ঘোরাই যথাক্রমে খেলাঘরের ফয়সাল হাসান ও হাবিবুর রহমান সোহেলকে পরাজিত করেন। তবে খেলাঘরের মোহাম্মদ এনায়েত হোসেনের কাছে হেরেছে অগ্রণী ব্যাংকের মো. ইমদাদুল হক। অার আফজাল হোসেন সাচ্চুর সাথে ড্র করেন মো. মনির হোসেন খান।

অপরদিকে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৪-০ পয়েন্টে লিজেন্ড ফারাজ আয়াজ চেস টিমকে পরাজিত করে। উত্তরার ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ, ভারতীয় কুস্তভ কুন্ডু, ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস ও ভারতীয় শ্রীজিৎ পল যথাক্রমে ফারাজ আয়াজের মো. নাসিম হোসেন ভঁইয়া, মোহাম্মদ সালমান মুন্সি, মো. জসিমউদ্দিন ও মোহাম্মদ হাসান মিয়াকে পরাজিত করেন।

এছাড়া মীর চেস ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদকে ও বসির মেমোরিয়াল চেস ক্লাব একই ব্যবধানে মহাখালী প্রদীপ সংঘকে পরাজিত করে।এ রাউন্ডে ক্যাসপারভ চেস ক্লাবের বিরতি ছিল। লিগের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ।

২৮ অক্টোবর রোববার বিকেল তিনটায় চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে। এদিন অগ্রণী ব্যাংক ও মীর চেস, গোপালগঞ্জ ও উত্তরা, ফারাজ আয়াজ ও বসির মেমোরিয়াল, লিওনাইন ও মহাখালী এবং ক্যাসপারভ ক্লাব ও জনতা ব্যাংক মোকাবেলা করবে। তবে দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদের এদিন বিরতি। তাদের কোন খেলা নেই।
চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *