
ভূপাল গ্র্যান্ডমাস্টার্সে ৭ বাংলাদেশি
ভূপাল গ্র্যান্ডমাস্টার্সে ৭ বাংলাদেশি
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
ভূপাল (ভারত) : ২০ ডিসেম্বর ২০১৮
ভূপাল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্ট আগামী ২১ ডিসেম্বর ভারতের ভূপালে শুরু হচ্ছে।১০ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১৩ দেশের ৩৭৫জন দাবাড়ু অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশের ৭জন খেলোয়াড় রয়েছেন।
লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা হলেন তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, উত্তরা সেন্টাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান, ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর, সিরাজগঞ্জের নাইম হক, মিজানুর রহমান ও আহসান আলী জুয়েল।
চেসবিডি.কম/এমএ