
ভুপালে সোহেল-সুব্রত তৃতীয় স্থানে
ভুপালে সোহেল-সুব্রত তৃতীয় স্থানে
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
ভূপাল (ভারত) : ২৩ ডিসেম্বর ২০১৮
ভূপাল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড শেষে তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ও উত্তরা সেন্টাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস ৩ পয়েন্ট নিয়ে ৬২ জনের সাথে তৃতীয় স্থানে অবস্থান করছেন ।
জনতা ব্যাংক অফিসার ওয়েলফোর সোসাইটির মো. আবজিদ রহমান ও ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর ২.৫ পয়েন্ট এবং মীর চেস ক্লাবের নাইম হক ও আহসান আলী জুয়েল ১.৫ পয়েন্ট সংগ্রহ করে করেছেন ।
আজ রোববার ভারতের মধ্যপ্রদেশের ভূপালে সকালে চতুর্থ রাউন্ডে সুব্রত ভারতের অরুনোভা ভট্টাচার্যকে পরাজিত করেন ।
সোহেল ভারতের মহাত্রি রাহাত রাহুলের সাথে, সাজ্জাদ ভারতের খেরতি গান্টার সাথে, নাইম ভারতের হিমা সুরিয়ার সাথে ও জুয়েল ভারতের সোয়াতি নারাপুরামের সাথে ড্র করেন ।
আবজিদ ভারতের রাথি ধনশ্রীর কাছে হেরে যান ।
২৪ ডিসেম্বর সোমবার ভারতীয় স্থানীয় সময় সকাল ১০টায় পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে ।
চেসবিডি.কম/এমএ