ভূপালে সুব্রত তৃতীয় স্থানে

আন্তর্জাতিক জাতীয়

ভূপালে সুব্রত তৃতীয় স্থানে
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
ভূপাল (ভারত) : ২৪ ডিসেম্বর ২০১৮

উত্তরা সেন্টাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস ভূপাল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৩২ জনের সাথে তৃতীয় স্থানে রয়েছেন ।

তবে তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধূরী ও জনতা ব্যাংক অফিসার ওয়েলফোর সোসাইটির মো. আবজিদ রহমান ৩.৫ পয়েন্ট, ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর ৩ পয়েন্ট, মীর চেস ক্লাবের নাইম হক ২ পয়েন্ট ও আহসান আলী জুয়েল ১.৫ পয়েন্ট পেয়েছেন ।

আজ সোমবার সকালে ভারতের মধ্যপ্রদেশের ভূপালে পঞ্চম রাউন্ডে সুব্রত ভারতের দিওধার ভ্রশালী উমেশকে ও আবজিদ ভারতের রিনিত দাসকে পরাজিত করেন ।

সোহেল ভারতের শাহ মক্সিটের সাথে, সাজ্জাদ ভারতের ভারওয়াজ বিনান্তের সাথে, নাইম ভারতের দুগার চেতনের সাথে ড্র করেন ।

কিন্ত জুয়েল ভারতের প্রেরাক দারভেকারের কাছে হেরে যান ।

২৪ ডিসেম্বর সোমবার ভারতীয় স্থানীয় সময় বিকেল ৪টায় ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে ।

চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *