
শীর্ষ থেকে তৃতীয় স্থানে জিয়া
শীর্ষ থেকে তৃতীয় স্থানে জিয়া
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
মুম্বাই (ভারত) : ৩ জানুয়ারি ২০১৮
আইআইএফএল ওয়েলথ মুম্বাই আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৩.৫ পয়েন্ট নিয়ে ২০ জনের সাথে তৃতীয় স্থানে অবস্থান করছেন।
তবে সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩ পয়েন্ট, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ২.৫ পয়েন্ট, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস ও জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান ২ পয়েন্ট , মীর চেস ক্লাবের নাইম হক ১.৫ পয়েন্ট, তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ও আলী আহসান জুয়েল ১ পয়েন্ট ও ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর আধা পয়েন্ট সংগ্রহ করেছেন।
৩ জানুয়ারি বৃহস্পতিবাব পঞ্চম রাউন্ডে জিয়া ভারতের গ্র্যান্ডমাস্টার সন্দিপন চান্দার কাছে, ফাহাদ ভারতের গ্র্যান্ডমাস্টার দীপন চক্রবর্তীর কাছে হেরে যান।
পরাগ ভারতের ভোসলেকে, সুব্রত ফ্রান্সের ত্রিতনকে, আবজিদ নেপালের কাফলে বিনোদকে ও নাইম নেপালের দাঙ্গলে উত্তমকে পরাজিত করেন।
সোহেল মিশরের আন্তর্জাতিক মাস্টার সারওয়াত ওয়ালার কাছে ও জুয়েল ভারতের মহেন্দ্রাকার ইন্দ্রজিতের কাছে এবং সাজ্জাদ ভারতের ভি এস রাহুলের কাছে হেরে যান।
এদিকে আইআইএফএল ওয়েলথ মুম্বাই আন্তর্জাতিক জুনিয়র টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ড শেষে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া ৫ পয়েন্ট, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মারযুক চৌধুরী ৩ পয়েন্ট, ওয়ারসিয়া খুশবু ২.৫ পয়েন্ট, জাইফ খন্দকার ২ পয়েন্ট ও সৈয়দ রিদওয়ান ১.৫ পয়েন্ট পেয়েছেন।
ষষ্ঠ রাউন্ডে তাহসিন ভারতের আদিরেড্ডি তরুনকে পরাজিত করেন। খূশবু ভারতের সামরিয়া জাইয়ের সাথে ড্র করেন। মারযুক ভারতের আমরিত রওনকের কাছে, জাইফ ভারতের দাভাদে অর্নবের কাছে ও রিদওয়ান ভারতের হাসিনি কামাবাথুলার কাছে পরাজিত হন।
চেসবিডি.কম/এমএ