ফ্রান্সের মহিলা গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন নাইম

আন্তর্জাতিক জাতীয়

ফ্রান্সের মহিলা গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন নাইম
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
মুম্বাই (ভারত) : ৪ জানুয়ারি ২০১৮

আইআইএফএল ওয়েলথ মুম্বাই আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৪.৫ পয়েন্ট নিয়ে ৬ জনের সাথে তৃতীয় স্থানে অবস্থান করছেন। তবে সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ পয়েন্ট পেয়ে ২০ জনের সাথে চতুর্থ স্থানে রয়েছেন।
এছাড়া গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস ও জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান ২.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন।

মীর চেস ক্লাবের নাইম হক ২ পয়েন্ট, তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ১.৫ পয়েন্ট এবং আলী আহসান জুয়েল ও ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর ১ পয়েন্ট সংগ্রহ করেছেন।

৪ জানুয়ারি শুক্রবার বিকেলে ষষ্ঠ রাউন্ডে জিয়া ভিয়েতনামের আন্তর্জাতিক মাস্টার ট্রান মিনহ থ্যাং, ফাহাদ ভারতের সুবাহান কুণ্ডুকে পরাজিত করেন।তবে পরাগ হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার আট্টালিয়ার কাছে, জুয়েল হংকংয়ের আর্য নিরাগ শাহের কাছে হেরে যান।

এদিকে সুব্রত ভারতের অ্যামেচার আন্তর্জাতিক মাস্টার তরুনের সাথে, আবজিদ ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার মহলক্ষীর সাথে ও নাইম ফ্রান্সের মহিলা গ্র্যান্ডমাস্টার সাফরানস্কা আন্দ্রার সাথে, সোহেল নেপালের রেগমি শিখরের সাথে এবং সাজ্জাদ ফ্রান্সের ম্যাথিসের ড্র করেন।

৫ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।

চেসবিডি.কম/এমএ