ফের দ্বিতীয় স্থানে উঠে এলেন জিয়া

আন্তর্জাতিক জাতীয়

ফের দ্বিতীয় স্থানে উঠে এলেন জিয়া
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
মুম্বাই (ভারত) : ৫ জানুয়ারি ২০১৮

আইআইএফএল ওয়েলথ মুম্বাই আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের সপ্তম রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ৫ জনের সাথে দ্বিতীয় স্থানে রয়েছেন।

তবে সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ পয়েন্ট, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস ৩ পয়েন্ট, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান ও তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী আড়াই পয়েন্ট, মীর চেস ক্লাবের নাইম হক ও ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর ২ পয়েন্ট ও আলী আহসান জুয়েল এক পয়েন্ট পেয়েছেন।

৫ জানুয়ারি শনিবাব ভারতের মুম্বাইয়ে সপ্তম রাউন্ডে জিয়া অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক মাস্টার সারদানা হৃষিকে, সোহেল নেপালের কাফলে বিনোদকে ও সাজ্জাদ মিশরের ওয়াহ্বা ডেভিড জর্জকে পরাজিত করেন। সুব্রত ভারতের আন্তর্জাতিক মাস্টার জি আকাশের সাথে ড্র করেন।

ফাহাদ অস্ট্রিয়ার আন্তর্জাতিক মাস্টার গাজেক রাডোশ্লাওয়ের কাছে, পরাগ ভারতের ভাটশাল সিঙ্গানিয়ার কাছে, আবজিদ ভারতের ফিদেমাস্টার আরিয়ান ভারসনেইয়ের কাছে, নাইম ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার মহালক্ষীর কাছে ও জুয়েল নেপালের ডানগেল উত্তমের কাছে হেরে যান।

এদিকে আইআইএফএল ওয়েলথ মুম্বাই আন্তর্জাতিক জুনিয়র টুর্নামেন্টের অষ্টম রাউন্ড শেষে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া ৬ পয়েন্ট নিয়ে ১২ জনের সাথে তৃতীয় স্থানে রয়েছেন। এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মারযুক চৌধুরী ও ওয়ারসিয়া খুশবু ৪ পয়েন্ট, জাইফ খন্দকার ২ পয়েন্ট ও সৈয়দ রিদওয়ান দেড় পয়েন্ট পেয়েছেন।

তাহসিন ভারতের দেবেশ আনন্দ নায়েককে, মারযুক ভারতের আমব্রে ভেদকে ও খূশবু ভারতের দেবানস রায়কে করেন। জাইফ ভারতের মেহেতা রুশির কাছে ও রিদওয়ান ভারতের মিজির পাইনজানের কাছে পরাজিত হয়েছেন।

চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *