মুম্বাই গ্র্যান্ডমাস্টার্সে জিয়া পঞ্চম

আন্তর্জাতিক জাতীয়

মুম্বাই গ্র্যান্ডমাস্টার্সে জিয়া পঞ্চমম
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
মুম্বাই (ভারত) : ৭ জানুয়ারি ২০১৯

আইআইএফএল ওয়েলথ চতুর্থ মুম্বাই আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৯ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান লাভ করেছেন।তিনি এ আসরে ১৩ নম্বর সিডেড দাবাড়ু হয়ে এ কৃতিত্ব দেখান। আজ সোমবার নবম বা শেষ রাউন্ডে জিয়া বেলারুশের গ্র্যান্ডমাস্টার স্টুপাক কিরিলের সাথে ড্র করেন।

এদিকে সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫ পয়েন্ট নিয়ে ৩৪ তম, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ৪ পয়েন্ট নিয়ে ৭৬তম, সাড়ে তিন পয়েন্ট সংগ্রহ করে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস ৯৪তম ও জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান ৯৫তম, তিন পয়েন্ট নিয়ে তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ১০২তম ও ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর ১০৩তম, আড়াই পয়েন্ট নিয়ে মীর চেস ক্লাবের নাইম হক ১০৭তম ও আলী আহসান জুয়েল এক পয়েন্ট নিয়ে ১১৫তম হয়েছেন।

শেষ রাউন্ডে পরাগ নেপালের ক্যান্ডিডেটমাস্টার লামা মিলানের সাথে ও সুব্রত ভারতের আন্তর্জাতিক মাস্টার শিবা মাহদেবার সাথে ড্র করেন। আবজিদ হংকংয়ের আরিয়া নিরোগ শাহকে পরাজিত করেন।
তবে ফাহাদ বেলারুশেল গ্র্যান্ডমাস্টার আলেক্সজান্ডারভ আলেক্সিজের কাছে, সোহেল মিশরের আন্তর্জাতিক মাস্টার এলগাবরি মহসেনের কাছে, সাজ্জাদ মিশরের আন্তর্জাতিক মাস্টার শরওয়াত ওয়ালার কাছে, নাইম নেপালের নেপাল প্রকাশের কাছে ও জুয়েল নেপালের শাহ রাম সুরাত প্রশাদের কাছে পরজিত হন।

এ টুর্নামেন্ট থেকে জিয়ার ১১, ফাহাদ ৯ ও সাজ্জাদ ১০ রেটিং বৃদ্ধি করেন। কিন্ত পরাগ ৫, সুব্রত ৫৬, নাইম ৬৮, সোহেল ১৮, আবজিদ ১৩ ও জুয়েল ৩২ রেটিং থুইয়েছেন।

উল্লেখ্য ৭ পয়েন্ট পেয়ে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক মাস্টার সারদানা হৃষি চ্যাম্পিয়ন হন। একই পয়েন্ট নিয়ে ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার টরান তুয়ান মিন রানারআপ, ভারতের গ্র্যান্ডমাস্টার পৌরনিক আভিমানু তৃতীয় ও ভারতের আন্তর্জাতিক মাস্টার ডি গুকেশ চতুর্থ স্থান লাভ করেন। এ আসরে ২০ দেশের ১৯ জন গ্র্যান্ডমাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ২৬ জন আন্তর্জাতিক মাস্টার ও ৭ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

চেসবিডি.কম/এমএ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *