এলিগেন্ট র্যাপিডে ইভান অপরাজিত চ্যাম্পিয়ন
এলিগেন্ট রাপিডে ইভান অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা : ১১ জানুয়ারি ২০১৯
এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ১৯০০ রেটিং ফিদে র্যাপিডে টুর্নামেন্টে ৬ ম্যাচে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে ইয়াসির আলী খান ইভান চ্যাম্পিয়ন, সাদনান হোসেন দিহান রানারআপ ও রিয়াসাত-ই-নূর তৃতীয় স্থান লাভ করেন।
এদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ থেকে সপ্তম হয়েছেন যথাক্রমে মর্তুজা মাহাথির ইসলাম, মোহাম্মদ আসিফুর রহমান, মোহাম্মদ মুতাাব্বির ও মোহাম্মদ আফজল হোসেন।
অপরদিকে ৪.৫ সংগ্রহ করে টাইব্রেকিংয়ে অষ্টম থেকে দ্বাদশতম হয়েছেন গোলাম সারওয়ার, তাহমিদুল হক, মোহাম্মদ ফারহান লাবিব, স্বনার্ভো চৌধুরী ও রাকিব আহমেদ সালেহ।
উল্লেখ্য ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ধানমন্ডির জামান রোজ গার্ডেনে দিনব্যাপী এ আসরে ৮৮ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। এর গড় রেটিং ছিল ১৩৩৬।
চেসবিডি.কম/এমএ