
লুকার পয়েন্টে ভাগ বসালেন জিয়া
লুকার পয়েন্টে ভাগ বসালেন জিয়া
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
নয়াদিল্লি (ভারত) : ১৫ জানুয়ারি ২০১৯
দিল্লী আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের নবম রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৬.৫ পয়েন্ট নিয়ে ১৮ জনের সাথে তৃতীয় স্থানে রয়েছেন।
সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫.৫ পয়েন্ট, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ও তাহসিন তাজওয়ার জিয়া ৪.৫ পয়েন্ট, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান ও ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর ৪ পয়েন্ট এবং আলী আহসান জুয়েল ২ পয়েন্ট পেয়েছেন।
আজ মঙ্গবার ভারতের নয়াদিল্লিতে নবম রাউন্ডে জিয়া জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার পাইচাজে লুকার সাথে, ফাহাদ ভারতের পিমপালখারে বেদান্তের সাথে, পরাগ ভারতের ভবেশ মহাজনের সাথে ড্র করেন।তাহসিন ভারতের সায়ন্তন চান্দ্রাকে পরাজিত করেন। সাজ্জাদ ভারতের ইশা শার্মার বিরুদ্ধে ওয়াক-ওভার পানকে।আবজিদ ভারতের মুশিনি অজয়ের কাছে ও জুয়েল ভারতের যোশাসভি গুপ্তার কাছে হেরে যান।
চেসবিডি.কম/এমএ