
প্রিমিয়ারে বাকলিয়া-প্রথম বিভাগে রেলওয়ে শীর্ষে
প্রিমিয়ারে বাকলিয়া-প্রথম বিভাগে রেলওয়ে শীর্ষে
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
চট্টগ্রাম : ১৫ জানুয়ারি ২০১৯
গতবারের রানারআপ বাকলিয়া একাদশ সিজেকেএস-জাহিদ এন্ড ব্রাদার্স প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে টানা চার জয় নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।অপরদিকে প্রথম বিভাগ দাবা লিগে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আবস্থান করছে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স।
প্রিমিয়ারে বাকলিয়া একাদশ পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থাকলেও গতবারের চ্যাম্পিয়ন কোয়ালিটি স্পোর্টস ক্লাব ও লিটল ব্রাদার্স ৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে এবং ফ্রেন্ডস ক্লাব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমিতি ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে চতুর্থ রাউন্ডে বাকলিয়া ৩.৫-০.৫ পয়েন্টে আগ্রাবদ কমরেড ক্লাবকে, কোয়ালিটি ৩-১ পয়েন্টে চট্টগ্রাম বন্দরকে, পিডিবি রিক্রিয়েশন ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। ফ্রেন্ডস ক্লাব লিটল ব্রাদার্সের মধ্যকার খেলাটি ২-২ পয়েন্টে ড্র হয়।
এদিকে সিজেকেএস-জাহিদ এন্ড ব্রাদার্স প্রথম বিভাগ দাবা লিগে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। ৬ পয়েন্ট করে শতদল ক্লাব, গোশাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ও পাঁচলাইশ যুব সংঘ দ্বিতীয় স্থানে রয়েছে।
আজ চতুর্থ রাউন্ডে রেলওয়ে রেঞ্জার্স ২.৫-১.৫ পয়েন্টে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে, শতদল ক্লাব ৪-০ পয়েন্টে কর্ণফূলী ক্লাবকে, গোশাইলডাঙ্গা যুবক গোষ্ঠি ৪-০ পয়েন্টে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থাকে ও পাঁচলাইশ যুব সংঘ ৩.৫-০.৫ পয়েন্টে ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাবকে পরাজিত করে।
১৬ জানুয়ারি বুধবার সকাল ১০টায় একই ভেন্যুতে উভয় বিভাগের পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ