
জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন
জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা : ১৩ ফেব্রুয়ারি ২০১৯
চট্টগ্রাম সমিতি আন্তর্জাতিক রাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। একই পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে রানারআপ হয়েছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।
এদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ দাবাড়ু টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় থেকে সপ্তম হয়েছেন যথাক্রমে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন সাগর, ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন ও ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের কৃতী সন্তান বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম ফিদের এশিয়ান জোন ৩.২ এর সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়।
ঢাকার তোপখানা রোডের চট্টগ্রাম ভবনে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৩৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।বিজয়ীদের নগদ এক লক্ষ টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়।
খেলাগুলো পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ, জাতীয় আরবিটার কাজী তাহেরুল ইসলাম এবং তরিকুল ইসলাম তারেক।
চেসবিডি.কম/এমএ