
এশিয়ান গেমসে দাবা ফিরছে
এশিয়ান গেমসে দাবা ফিরছে
বিশেষ প্রতিনিধি
চেসবিডি.কম
ঢাকা : ১৩ মার্চ ২০১৯
এশিয়ান গেমসে আবারো দাবা ফিরছে। আগামী ২০২২ সালের এশিয়ান গেমসে দাবা অন্তর্ভূক্ত করা হয়েছে। এ আসরটি চীনের হ্যাংঝোয় অনুষ্ঠিত হবে।
গত ৩ মার্চ এশিয়ান অলিম্পিক কমিটির (ওসিএ) থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সভায় এটি অনুমোদন করা হয়।
ওসিএ প্রেসিডেন্ট শেখ আহমাদ আল ফাহাদ আল সাবা এশিয়ান গেমসে দাবার অন্তর্ভূক্তির বিষয়টি ১১ মার্চ আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার ও আন্তর্জাতিক দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট আর্কডি ডিভোরকোভিচকে অবহিত করেছেন। একই সাথে সফল আয়োজনের লক্ষে তার সহযোগিতা কামনা করেছেন।
এশিয়ান গেমসের ইতিহাসে দাবা খেলাটি সর্বপ্রথম কাতারের দোহা এশিয়ান গেমসে ২০০৬ সালে অন্তর্ভূক্ত করা হয়। এর পর ২০১০ সালে চীনের গোয়াংজু এশিয়ান গেমসেও ছিল।
কিন্ত ২০১৪ ও ২০১৮ এশিয়ান গেমস থেকে দাবা বাদ পড়ে যায়। তবে ২০২২ সালের এশিয়ান গেমসে বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা দাবা ফিরে আসছে।
চেসবিডি.কম