
রিফাতকে হারিয়ে চমকে দিলেন জাবেদ
রিফাতকে হারিয়ে চমকে দিলেন জাবেদ
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৬ র্মাচ ২০১৯
ফিদেমাস্টার মোহাম্মদ জাবেদ এশিয়ান জোনাল চেস চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে দ্বিতীয় রাউন্ডেই বড় চমক দেখালেন। তিনি গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারকে হারিয়ে চাঞ্চল্য সৃস্টি করেন।এদিকে শওকত হোসেন পল্লব শ্রীলংকার ২৪১৭ রেটিংপ্রাপ্ত ফিদেমাস্টার তিলকরত্মকে হারিয়ে কৃতিত্ব দেখান।
ওপেন বিভাগে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড শেষে ৯ জন পূর্ণ ২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, শওকত হোসেন পল্লব ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ।
আজ শনিবার রাকিব ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাসকে, রাজীব ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, নিয়াজ মো. শওকত বিন ওসমান শাওনকে, মিনহাজ ক্যান্ডিডেটমাস্টার এস এম স্মরনকে, ফাহাদ ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, পরাগ মর্তুজা মুহতাদি ইসলামকে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেনকে, শ্রীলংকার আলাহাকোন ইসুরু মো. নাসিম হোসেন ভূঁইয়াকে, মো. জামালউদ্দিন সাদনান হাসান দিহানকে, মো. আসাদুজ্জামান ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষকে, নেপালের ক্যান্ডিডেটমাস্টার কেশব শ্রেষ্ঠা নাসির হাসানকে, মিহির লাল দাস ডা. রতন কুর্মা পালকে, ফিদেমাস্টার মো. সাইফউদ্দীন মর্তুজা মাহাথির ইসলামকে ও তাহসিন তাজওয়ার জিয়া মো. মোরশেদুল কবীরকে পরাজিত করেন। ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী কাজী ফুজায়েল আহমেদের সাথে ও জাবেদ আল আজাদ দিবাকর দিব্যর সাথে ড্র করেন।
১৭ মার্চ রোববার বিকেল তিনটা থেকে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ