রাকিব-মিনহাজের পয়েন্ট ভাগাভাগি

আন্তর্জাতিক

রাকিব-মিনহাজের পয়েন্ট ভাগাভাগি
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৭ মার্চ ২০১৯

এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের তৃতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন কেউই কারো বিপক্ষে জয় নিয়ে বোর্ড ছাড়তে পারেননি। উভয়ই একে অপরের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছেন।

এদিকে ৩ জন পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।

আড়াই পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন ও শওকত হোসেন পল্লব।

আজ রোববার জিয়া ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে, রাজীব ফিদ মাস্টার মেহেদী হাসান পরাগকে, নিয়াজ ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার নাইম হককে, শ্রীলংকার ফিদেমাস্টার তিলকরত্মে মো. জামালউদ্দিনকে, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন মিহির লাল দাসকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন তাহসিন তাজওয়ার জিয়াকে, মো. শওকত বিন ওসমান শাওন ফিদেমাস্টার মো. সাইফুল ইসলামকে, শ্রীলংকার আলাহাকন ইসুরু কাজী ফুজায়েল আহমেদকে, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন দিবাকর দিব্যকে, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ ডা. রতন কুমার পালকে, স্বর্নাভো চৌধুরী মো. নাসিম হোসেন ভূঁইয়াকে ও নাসির হাসান মো. মুরশেদুল কবীরকে পরাজিত করেন।

এ ছাড়া ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদের সাথে ও মর্তুজা মাহাথির ইসলাম সাদনান হাসান দি]হানের সাথে ড্র করেন।

১৮ মার্চ সোমবার বিকেল তিনটায় চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।

চেসবিডি.কম/এমএ