৬৬ চালেও অমিমাংসিত জিয়া-রাজীব লড়াই

আন্তর্জাতিক

৬৬ চালেও অমিমাংসিত জিয়া-রাজীব লড়াই
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৯ মার্চ ২০১৯

এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিলেন সাইফ স্পোর্টিং ক্লাবের দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে ৬৬ চালেও কেউ কাউকে হারাতে পারেননি। ফলে অমিমাংসিতভাবেই শেষ হয়েছে মর্যাদার লড়াই।

এর ফলে পঞ্চম রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে চার পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

তবে চার পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।

এদিকে সাড়ে তিন পয়েন্ট নিয়ে ৭ জন তৃতীয় স্থানে অবস্থান করছেন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টর মো. তৈয়বুর রহমান সুমন, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ক্যান্ডিডেটমাস্টার এস এম স্মরন ও শ্রীলংকার ফিদেমাস্টার তিলকরত্মে।

আজ মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ ভবনের শ্রেডার মিলনায়তনে পঞ্চম রাউন্ডে জিয়া রাজীবের সাথে, নিয়াজ মিনহাজের সাথে, রাকিব সুমনের সাথে ও ফাহাদ ইমনের সাথে ড্র করেন।

এদিকে শাকিল ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে, তিলকরত্মে ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেনকে, স্মরন শওকত হোসেন পল্লবকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ফিদেমাস্টার মো. সাইফউদ্দিন লাভলুকে, নাইম হক শ্রীলংকার আলাহাকুন ইসুরুকে ও তাহসিন তাজওয়ার জিয়া নেপালের কেশব শ্রেষ্ঠাকে পরাজিত করেন।

গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার জাবেদ আল আজাদের বিরুদ্ধে ওয়াকওভার পান।

২০ মার্চ বুধবার বিকেল তিনটায় ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।

চেসবিডি.কম/এমএ