
রাজীব অপরাজিত চ্যাম্পিয়ন
রাজীব অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২৭ মার্চ ২০১৯
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইন্ডিপেনডেনস ডে ওপেন ফিদে ব্লিটজ রের্টিং টুর্নামেন্টে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ ম্যাচে ৮.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান।
এদিকে ৮ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম রানারআপ ও একই দলের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন ৭.৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান লাভ করেন।
অপরদিকে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ হতে দশম হয়েছেন যথাক্রমে ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন, মো. আবুু হানিফ, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, গোলাম মোস্তফা ভূঁইয়া ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা।
টুর্নামেন্টে ১ জন গ্র্যান্ডমাস্টার ও ২ জন আন্তর্জাতিকমাস্টারসহ ১৪৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বিজয়ীদের নগদ পঞ্চাশ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়।
চেসবিডি.কম/এমএ