ত্রিপুরায় অনুস্তপ, অর্পন ও রূপনকর শীর্ষে
ত্রিপুরায় অনুস্তপ, অর্পন ও রূপনকর শীর্ষে
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
ত্রিপুরা (আগরতলা) : ২৮ মার্চ ২০১৯
ত্রিপুরা রাজ্যের আগরতলায় ফিদে আন্তর্জাতিক চেস টুর্নামেন্টে টানা পাঁচ জয় নিয়ে শীর্ষে রয়েছেন অনুস্তপ বিশ্বাস, অর্পন দাস ও রূপনকর নাথ।
এদিকে সাড়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্র্যান্ডমাস্টার সপ্তর্ষী রায় চৌধুরী, আন্তর্জাতিক মাস্টার রামনাথন বালাসুব্রামানিয়াম ও শুভ্রাদ্বিপ্ত দাস।
অপরদিকে চার পয়েন্ট সংগ্রহ করে ২৪ জন তৃতীয় স্থানে অবস্থান করছেন।
এছাড়া বাংলাদেশের সাজ্জাদ কিশোরসহ ১৬ জন সাড়ে তিন পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
আগরতলার খেজুর বাগান রোড সংলগ্ন শহীদ বাগাত সিং যুব কমপ্লে্ক্সে ২৯ মার্চ সকাল নয়টায় ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বাংলাদেশ, নেপাল ও স্বাগতিক ভারতের ২০৯ জন অংশ নিচ্ছেন। এর মধ্যে ১ জন গ্র্যান্ডমাস্টার, ৩ জন আন্তর্জাতিক মাস্টার ও ১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার রয়েছেন।
ম্যাটরিক্স চেস একাডেমির আয়োজনে এ আসরের বিভিন্ন ক্যাটাগড়ির বিজয়ীদের জন্য রয়েছে সাড়ে তিন লাখ রুপির অর্থ পুরস্কার।
চেসবিডি.কম/এমএ