গ্র্যান্ডমাস্টার রাজীবের পিতার ইন্তেকাল

জাতীয়

গ্র্যান্ডমাস্টার রাজীবের পিতার ইন্তেকাল
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
ঢাকা : ৮ এপ্রিল ২০১৯

গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের পিতা মো. বেলায়েত হোসেন আর নেই।সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

আজ ৮ এপ্রিল সোমবার বেলা আড়াইটায় ঢাকার পান্থপথস্থ হেলথ এন্ড হোপস হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা রেখে গেছেন।

৯ এপ্রিল মঙ্গলবার ঢাকার ১২৩ নং শেওড়াপাড়ার বেলতলা জামে মসজিদে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের পিতা মো. বেলায়েত হোসেনের অকাল মৃত্যুতে বাংলাদেশ দাবা ফেডারেশন, এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ, বিভিন্ন ক্লাব, সংগঠন, সংগঠক, দাবা বিচারক ও দাবা খেলোয়াড়বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

সেই সথে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

চেসবিডি.কম/এমএ