
আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা ৪ মে
আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা ৪ মে
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২৯ এপ্রিল ২০১৯
মরহুম ডা. আবুল কাশেম চৌধুরী আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আগামী ৪ মে থেকে বোর্ডে গড়াচ্ছে। ’এ’ এবং ’বি’ এই দুটি ক্যাটাগরিতে এ আসর অনুষ্ঠিত হবে।
যাদের রেটিং ২০০০ বা এর উর্ধ্বে তারা ’এ’ ক্যাটাগরিতে এবং যাদের রেটিং ২০০০ এর কম বা রের্টিংবিহীন তারা ’বি’ ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন।
’এ’ ক্যাটাগরির বিজয়ীদের নগদ তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এবং ’বি’ ক্যাটাগরির বিজয়ীদের নগদ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।উভয় ক্যাটাগরির খেলাই ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হতে যা্ওয়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত এন্ট্রি ফিসহ ২ মে বৃহস্পতিবারের মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য কে-এন হার্বার কনসোর্টিয়াম লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনের এ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চেসবিডি.কম/এমএ