মে দিবস র‌্যাপিডে জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন

জাতীয়

মে দিবস র‌্যাপিডে জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১ মে ২০১৯

সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট লাভ করে মহান মে দিবস র‍্যাপিড টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

এদিকে চার জন ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে রানারআপ হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন।

অপরদিকে সমান সংখ্যক পয়েন্ট পেয়েও টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় থেকে পঞ্চম হয়েছেন যথাক্রমে আন্তর্জাাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, মো. আবু হানিফ ও মো. মাসুম হোসেন।

উল্লেখ্য দিনব্যাপী এ আসর বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৮৭ জন অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের গড় রেটিং ছিল ১৬৭৪।

এ আসরে আরবিটারের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ ও আনিছুজ্জামান জুয়েল।

চেসবিডি.কম/এমএ