আন্তর্জাতিক দাবায় ১০ জন শীর্ষে

আন্তর্জাতিক

আন্তর্জাতিক দাবায় ১০ জন শীর্ষে
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২৪ মে ২০১৯

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে ১০ জন পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন, মো. জামালউদ্দিন, শেখ রাশেদুল হাসান, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, মোহাম্মদ আমিনুল ইসলাম ও মো. আমিনুল ইসলাম।

আজ শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলার ক্রীড়া কক্ষে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। বিকেলে তৃতীয় রাউন্ডে মিনহাজ অভিক সরকারকে, পরাগ জাবেদ আল আজাদকে, ইমন এস এ জাকেরকে, জাভেদ মিহির লাল দাসকে, শরীফ মতিউর রহমান মামুনকে, জামাল দ্বীন মোহাম্মদকে, রাশেদ আবজিদ রহমানকে, সোহেল জিসান রহমান মালেককে, মোহাম্মদ আমিনুল শাহনাজ মোহাম্মদ ফারুককে, মো. আমিনুল ভারতের সামবর্তা ব্যানার্জীকে পরাজিত করেন।

এর আগে সকালে দ্বিতীয় রাউন্ডে মিনহাজ রিপনকে, পরাগ মিনহাজুলকে, ইমন টুটুলকে, নাসির সব্যসাচিকে, জাভেদ আনিসকে, শরীফ ফয়সালকে, শাহনাজ মোস্তফাকে, জামাল মহিলা ক্যান্ডিডেটমাস্টার নোশিনকে আবজিদ আনিসকে, সোহেল নাসিরকে, সামবার্তা মোমিনকে ও মোহাম্মদ আমিনুল সিরাজকে পরাজিত করেন।

২৫ মে শনিবার সকাল দশটায় একই ভেন্যুতে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।

চেসবিডি.কম/এমএ