গোয়া গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে ৯ বাংলাদেশি

আন্তর্জাতিক

গোয়া গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে ৯ বাংলাদেশি
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
গোয়া (ভারত) : ২০ জুন ২০১৯

ভারতে দ্বিতীয় গোয়া আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট ১৮ জুন থেকে শুরু হয়েছে। এ বছর এই আসরে বাংলাদেশের ৯ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।

এরই মধ্যে চতুর্থ রাউন্ড শেষে ৩ পয়েন্ট সংগ্রহ করে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৪৬ জনের সাথে তৃতীয় স্থানে রয়েছেন।

এদিকে তাহসিন তাজওয়ার জিয়া ও মিজানুর রহমান ২ পয়েন্ট করে সংগ্রহ করেছেন।

অপরদিকে ১.৫ পয়েন্ট করে পেয়েছেন ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ ও মো. শাখওয়াত বিন ওসমান শাওন।

তবে আনিছুজ্জামান জুয়েল ও মো. মঞ্জুর আলম ১ পয়েন্ট করে এবং মো. আবজিদ রহমান ০.৫ সংগ্রহ করেন।

কিন্ত এখন পর্যন্ত পয়েন্টের মুখ দেখেননি যদুনাথ বিশ্বাস।

উল্লেখ্য এ আসরে ২৩ দেশের ৩৫ জন গ্র্যান্ডমাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ২৯ আন্তর্জাতিক মাস্টার ও ১০ মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ২৪৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

চেসবিডি.কম/এমএ