গোয়া্য় জিয়ার গুরুত্বপূর্ণ জয়

আন্তর্জাতিক

গোয়া্য় জিয়ার গুরুত্বপূর্ণ জয়
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
গোয়া (ভারত) : ২৩ জুন ২০১৯

গোয়া আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (২৪৮১) গুরুত্বপূর্ণ জয় পেয়েছেন। আজ রোববার তিনি স্বাগতিক ভারতের শক্তিশালী গ্র্যান্ডমাস্টার অভিজিৎ গুপ্তাকে (২৬০৬) পরাজিত করেন। অষ্টম রাউন্ডে জিয়া কালো ঘুঁটি নিয়ে অভিজিতের ক্যাটালন ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে জয়লাভ করেন। এ জয়ের ফলে জিয়া সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ৩ জনের সাথে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

এদিকে তাহসিন তাজওয়ার জিয়া চার পয়েন্ট, মিজানুর রহমান সাড়ে তিন পয়েন্ট, মো. শওকত বিন ওসমান শাওন ও ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ তিন পয়েন্ট, মো. মঞ্জুর আলম আড়াই পয়েন্ট, আনিসুজ্জামান জুয়েল দুই পয়েন্ট, আবজিদ রহমান দেড় পয়েন্ট ও যদুনাথ বিশ্বাস আধা পয়েন্ট পেয়েছেন।

অষ্টম রাউন্ডে তাহসিন ভারতের আন্তর্জাতিক মাস্টার প্রনব কুমারের সাথে, মিজান ভারতের মরুদুল দেহানকারের সাথে, মঞ্জুর নেপালের দাহাল সুশরুতের সাথে, জুয়েল নেপালের সুমান শ্রেষ্ঠার ও যদুনাথ নেপালের পাহাড়ী রাজনের সাথে ড্র করেন।

তবে চঞ্চল ভারতের শ্যীলংকার এ এ সি বি অমরাসিঙ্গকে পরাজিত করেন। শাওন ভারতের গায়কোয়াড সিদ্ধান্তের কাছে ও আবজিদ আফগানিস্তানের সাখাওয়াতি সেপেরের কাছে হেরে যান।

২৪ জুন ভারতের স্থানীয় সময় সকাল দশটায় নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

চেসবিডি.কম/এমএ