এলিগেন্ট স্ট্যান্ডার্ডে অপরাজিত অভিক চ্যাম্পিয়ন

জাতীয়

এলিগেন্ট স্ট্যান্ডার্ডে অভিক অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ৭ সেপ্টেম্বর ২০১৯

১৫তম এলিগেন্ট স্ট্যান্ডার্ড চেস টুর্নামেন্টে অভিক সরকার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।টানা পাঁচ জয় নিয়ে সাবেক জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন অভিক শিরোপা জয়ের কৃতিত্ব দেখান।

এদিকে ৪ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে মো. নেসার উদ্দীন রানারআপ, জুয়েল খান তৃতীয় ও গোলাম সারোয়ার চতুর্থ স্থান লাভ করেন।

অপরদিকে ৩.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে পঞ্চম থেকে অষ্টম হয়েছেন যথাক্রমে সারোয়ার হোসেন উল্লাস, মনোজ কুমার ধর, মো. আনিসুল হক বুলবুল ও আসিফ ইকবাল।

এ ছাড়া ক্যাটাগরিভিত্তিক পুরস্কার পেয়েছেন বেস্ট উইমেন তাসনিয়া তারান্নুম অর্পা, বেস্ট ননরেটেড নিলয় সরকার।

এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির দুইদিনব্যাপী এ টুর্নামেন্টে ৩১ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।খেলা শেষে পুরস্কার বিতরণ করেন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা হক চৌধুরী মলি।

উল্লেখ্য আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৬ স্ট্যান্ডার্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

চেসবিডি.কম/এমএ