কাতারে জয়নাল ১৭তম ও প্রাণতোষ ৪৫তম

আন্তর্জাতিক

কাতারে জয়নাল ১৭তম ও প্রাণতোষ ৪৫তম
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
দোহা : ৩০ সেপ্টেম্বর ২০১৯

কাতারের দোহায় চতুর্থ এএবি ওপেন চেস টুর্নামেন্টে বাংলাদেশের জয়নাল আবেদিন ১৭তম এবং প্রাণতোষ কুমার চন্দ্র ৪৫তম হয়েছেন।

৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এ আসরে জয়নায় ৬ পয়েন্ট এবং প্রাণতোষ ৪.৫ পয়েন্ট লাভ করেন।

তবে ৮ পয়েন্ট পেয়ে ফিলিপাইনের লাগুতিন নেলম্যান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

উল্লেখ্য গত ১৯-২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আসরে ১৮ দেশের ৮৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

চেসবিডি.কম/এমএ