রাশেদ স্মৃতি র‌্যাপিড টুর্নামেন্ট ১১ অক্টোবর

Uncategorized আন্তর্জাতিক জাতীয়

রাশেদ স্মৃতি র‌্যাপিড টুর্নামেন্ট ১১ অক্টোবর
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১০ অক্টোবর ২০১৯

রাশেদ স্মৃতি আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং টুর্নামেন্ট আগামী ১১ অক্টোবর শুরু হচ্ছে।বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দিনব্যাপী এ আসরটি সকাল ১০টা থেকে শুরু হবে।

৫০ হাজার টাকার প্রাইজমানির এ টুর্নামেন্টের আয়োজক গোল্ডেন স্পোর্টিং ক্লাব এবং চেসকিউ। সংগঠন দুটি বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতা নিয়ে রাশেদ স্মৃতি আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে।

এ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, ফিদেমাস্টার, মহিলা আন্তর্জাতিক মাস্টার ও ২২০০+ রেটিংধারী দাবাড়ুদের এন্ট্রি ফি লাগবে না। তবে এই ক্যাটাগরির বাইরে যেসব খেলোয়াড় রয়েছেন তাদের জন্য ৩০০টাকা এন্ট্রি ফি ধার্য করা হয়েছে। অংশগ্রহণকারী সবার জন্য ফ্রি লাঞ্চের ব্যবস্থা রেখেছেন আয়োজকরা।

টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের মোহাম্মদ শামীম (01724921164) অথবা সাইফুল ইসলাম (01711853133) এর সাথে ১০ অক্টোবরের মধ্যে নাম তালিকাভুক্ত করার জন্য বলা হয়েছে।

চেসবিডি.কম/এমএ