
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
নারায়ণগঞ্জ : ২২ নভেম্বর ২০১৯
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা আজ ২২ নভেম্বর সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লক্সের সম্মেলন কক্ষে শুরু হয়েছে।
দুইদিনব্যাপী এ আসরের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এ জেড এম ইসমাইল বাবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহসভাপতি মো. জাহাঙ্গীর ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
নারায়ণগঞ্জ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় দুইজন ভারতীয় দাবাড়ুসহ ৩৪ জন ৫ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেসবিডি.কম/এমএ