
নাইজেল শটকে চমকে দিলেন ১৩ বছর বয়সী নাফিম
নাইজেল শটকে চমকে দিলেন ১৩ বছর বয়সী নাফিম
বিশেষ সংবাদদাতা
চেসবিডি.কম
ঢাকা : ২৯ নভেম্বর ২০১৯
ইংল্যান্ডের সুপার গ্র্যান্ডমাস্টার নাইজেল শটকে চমকে দিলেন নাফিম আল করিম। ২৫ জন প্রতিভাবান কম বয়সী দাবাড়ুদের নিয়ে অনুষ্ঠিত সাইমলটোনিয়াস ম্যাচে একমাত্র ১৩ বছর বয়সী নাফিমই রুখে দেন বিশ্ব দাবার সাবেক রানারআপ নাইজেল শটকে।

আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় ফারস হোটেল এন্ড রিসোর্টের নিউ সিন্দুরপুর হলে এ আসর শুরু হয়। এতে নাইজেল শট ২৪ জনের সাথে জিতলেও নাফিম আল করিমের সাথে ড্র করেন।
চেসবিডি.কম/এমএ