বিশেষ প্রশিক্ষণ দিলেন নাইজেল শট

জাতীয়

বিশেষ প্রশিক্ষণ দিলেন নাইজেল শট
বিশেষ সংবাদদাতা
চেসবিডি.কম
ঢাকা : ৩০ নভেম্বর ২০১৯

বিশ্ব দাবার সাবেক রানারআপ ইংল্যান্ডের সুপার গ্র্যান্ডমাস্টার নাইজেল শর্ট আজ শনিবার সকালে দুই ঘন্টা দাবা খেলার উপর মাস্টারস ক্লাস নেন।

ফারস হোটেল এন্ড রিসোর্টের নিউ সিন্দুরপুর হলে তিনি দাবা খেলার উপর এ বিশেষ প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে বিভিন্ন স্তরের দাবা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বিশ্ব দাবা সংস্থার সহসভাপতি নাইজেল শট ২৫ জন প্রতিভাবান কম বয়সী দাবাড়ুদের নিয়ে সাইমলটোনিয়াস ম্যাচে অংশ নেন। এতে একমাত্র ১৩ বছর বয়সী নাফিমই তাকে রুখে দেন। তবে ২৪ জনের সাথে তিনি জয় লাভ করেন।

চেসবিডি.কম/এমএ