চেন্নাইয়ে জিয়ার হার

আন্তর্জাতিক

চেন্নাইয়ে জিয়ার হার
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
চেন্নাই (ভারত) : ১৯ জানুয়ারি ২০২০

চেন্নাই আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া ২ পয়েন্ট করে এবং মো. জিসান রহমান মালেক ০.৫ পয়েন্ট পেয়েছেন।

আজ রোববার ভারতের তামিলনাড়ুর রাজ্যের চেন্নাইয়ে ১২তম আসরে দ্বিতীয় রাউন্ডে তাহসিন ভারতের ওয়ারিরাঙ্গেরে কুশকে পরাজিত করেন। জিয়া ভারতের এ আর ইলামপার্থির কাছে ও মালেক ভারতের রাঘব রাজেসের কাছে হেরে যান।

তবে তৃতীয় রাউন্ডে জিয়া ভারতের রেবেকা জেসুমারিয়াকে পরাজিত করেন। তাহসিন ভারতের গ্র্যান্ডমাস্টার কার্তিক ভেঙ্কাটারামানের কাছে ও মালেক ভারতের সানজুলা শেঠীর কাছে পরাজিত হয়েছেন।

চেসবিডি.কম/এমএ