ওপেন এয়ার ব্লিটজে ইমন অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক জাতীয়

ওপেন এয়ার ব্লিটজে ইমন অপরাজিত চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২১ ফেব্রুয়ারি ২০২০

ওপেন এয়ার ব্লিটজ রেটিং দাবা প্রতিযোগিতায় জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

এদিকে ৬ পয়েন্ট নিয়ে অপরাজিত রানারআপ হয়েছেন আবু হানিফ।

অপরদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় থেকে ষষ্ঠ হয়েছেন যথাক্রমে ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, জাবেদ আল আজাদ, আনোয়ার হোসেন দুলাল ও সিহাব তানিম।

এ ছাড়া ৪.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় সপ্তম এবং মো. মঞ্জুর আলম অষ্টম স্থান লাভ করেন।

আজ ২১ ফেব্রুয়ারি সকালে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে খোলা আকাশের নীচে তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব। এতে ৪৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

চেসবিডি.কম/এমএ