৭ জনের ফিদে আরবিটার খেতাব লাভ

আন্তর্জাতিক জাতীয়

৭ জনের ফিদে আরবিটার খেতাব লাভ
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ৯ মার্চ ২০২০

বাংলাদেশের ৭ জন জাতীয় আরবিটার বিশ্ব দাবা সংস্থা (ফিদে) থেকে ফিদে আরবিটারের খেতাব অর্জন করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে অনুষ্ঠিত ফিদের ৯০তম কংগ্রেসে তাদের ফিদে আরবিটার খেতাব অনুমোদিত হয়।

ফিদে আরবিটার খেতাবপ্রাপ্তরা হলেন শাহজাহান কবীর, মো. আনিসুজ্জামান জুয়েল, আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি, শওকত হোসেন পল্লব, মহিলা ফিদেমাস্টার তনিমা পারভীন, মো. মাজেদুল হক চৌধুরী এবং এস এম তারেক।

উল্লেখ্য তারা সবাইই দেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় আরবিটার হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেসবিডি.কম/এমএ