দিব্যেন্দুকে হারিয়ে শান্তানু সভাপতি

আন্তর্জাতিক

দিব্যেন্দুকে হারিয়ে শান্তানু সভাপতি
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
কলকাতা (ভারত) : ১৫ মার্চ ২০২০

বেঙ্গল চেস এসোসিয়েশনের নির্বাচনে রীতিমতো চমকই দেখালেন শান্তানু লাহিড়ি।সভাপতি পদে তিনি এতোটা সহজ জয় পাবেন, সেটা বোধহয় তার প্রতিদ্বন্দ্বী গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়াও কল্পনা করতে পারেননি। তাই বলে আকাশ পাতাল তফাৎ হবে! হ্যাঁ, বেঙ্গল চেস এসোসিয়েশনের সভাপতি পদের নির্বাচনে ভোটের ফলাফলে তাই হয়েছে।

ভারতের কলকাতায় আজ রোববার বেঙ্গল চেস এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে কে জয়ী হবেন এ নিয়ে সবার দৃষ্টি ছিল গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া আর শান্তানু লাহিড়ির দিকে। ভোট শেষে যথন গোপী নাথ ঘোষ স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করা হলো তাতেই চৌষট্টি খোপের দাবার জমিনে বাজিমাৎ করলেন শান্তানু। তিনি ১৪-৭ ভোটে দিব্যেন্দু হারিয়ে দিয়ে অবাক কাণ্ডই ঘটিয়ে বসলেন। সবার ধারণা ছিল সভাপতি পদে বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে।কিন্ত ভোটারদের কাছে শান্তানু কতটা জনপ্রিয় তাই প্রমাণ হয়ে গেল সভাপতি পদের নির্বাচনে।

বেঙ্গল চেস এসোসিয়েশনের নির্বাচনের পর বিজয় উল্লাস

শান্তানু লাহিড়ির এ বিজয়ে ওপার বাংলায় যেমন দীর্ঘ লড়াইয়ের পর দাবার ঐতিহাসিক জয়ে বাংলার দাবা দূষণমুক্ত হয়েছে।আনন্দে ভাসছে বাংলার দাবা। ঠিক তেমনি করে এপাড় বাংলায়ও শান্তানুর জয়ে আনন্দে ভাসছেন তার বন্ধুমহল।বাংলাদেশে দিব্যেন্দুর মতোই শান্তানু অনেক পরিচিত মুখ।উভয়েই বিভিন্ন সময়ে ঢাকার প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন।

বেঙ্গল চেস এসোসিয়েশনের নির্বাচনে বিজয়ীদের তালিকা

বেঙ্গল চেস এসোসিয়েশনের নির্বাচনে শান্তানু লাহিড়ি সভাপতি পদে জয় লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুম্মসম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, গোল্ডেন স্পোটিং ক্লাবের সভাপতি মো. আমীর আলী রানা, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক যুম্মসম্পাদক মোরসালিন আহমেদ, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সভাপতি রাহাত হোসেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির সদস্য মো. জাহাঙ্গীর ইসলাম, লুসানা চেস ক্লাবের উপদেষ্টা হাসান জামান, নারায়ণগঞ্জ দাবা খেলোয়াড় সমিতির সদস্য সচিব সাব্বির আহমেদ সেন্টু প্রমুখ।

চেসবিডি.কম/এমএ