
৩২ দল নিয়ে বোর্ডে গড়ালো দ্বিতীয় বিভাগ দাবা লিগ

ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০১৮
মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ আজ বুধবার থেকে বোর্ডে গড়িয়েছে। ৮ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ বছর ৩২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল আগামী ২০১৯ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে। তবে লিগের শীর্ষস্থান প্রাপ্ত তিন দলকে মোট পঞ্চাশ হাজার টাকার অর্থ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি থাকছে ট্রফি, মেডেল ও ওয়ালটন সামগ্রী উপহার।
প্রতিদিন লিগের ম্যাচগুলো দুপুর ১২টা থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে।
চেসবিডি.কম/এমএ