মর্ণিং গ্লোরী বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ শুরু

অনলাইন দাবা আন্তর্জাতিক জাতীয়

নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২৯ অক্টোবর ২০২০

মর্ণিং গ্লোরী অনলাইন বাংলাদেশ চেস চ্যাম্পিয়নশিপ আজ ২৯ অক্টোবর থেকে অনলাইন প্লাটফর্ম চেস.কম_এ শুরু হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে আশি হাজার টাকার অর্থপুরস্কারের এ আসরে ৩৪জন দাবাড়ু অংশ নিচ্ছেন।

এরইমধ্যে তৃতীয় রাউন্ড শেষে টানা তিন জয় নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব এবং বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন।

এদিকে আড়াই পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নৌবাহিনীর তিন খেলোয়াড় ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন দ্বিতীয় স্থানে রয়েছেন।

প্রথম রাউন্ডে জিয়া অনত চৌধুরীকে, রাজীব ক্যান্ডিডেটমাস্টার নাইম হককে, আমিনুল আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওনকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ মুকিতুল ইসলাম রিপনকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ মো. টিপু সুলতানকে, মো. আবু হানিফ ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়কে, ফিদেমাস্টার মোহাম্মদ আব্দুল মালেক মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজাকে, সুব্রত মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুমকে, জাভেদ ওয়াদিফা আহমেদকে, ফিদেমাস্টার মো. সাইফউদ্দীন লাভলু সৈয়দ রিদওয়ানকে ও ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ ওয়ারসিয়া খুশবুকে পরাজিত করেন। আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন সাগর আহমেদ শফিকের সাথে, আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভার সাথে, শরীফ আনিসুজ্জামান জুয়েলের সাথে ও ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ মো. সাগরের সাথে ড্র করেন।

দ্বিতীয় রাউন্ডে জিয়া হানিফকে, রাজীব মালেককে, আমিনুল ইমনকে, সুব্রত ফাহাদকে, জাভেদ নাসিরকে, পরাগ লাভলুকে, চঞ্চল শাকিলকে, মিনহাজউদ্দিন মাহতাবকে, শরীফ ইভাকে, শফিক জুয়েলকে, নীড় রানী হামিদকে, শাওন নোশিনকে, টিপু রিদওয়ানকে ও খুশবু তাহসিনকে পরাজিত করেন। অনত মো. সাগরের সাথে, ওয়ালিজা নাইমের সাথে ও ওয়াদিফা রিপনের সাথে ড্র করেন।

তৃতীয় রাউন্ডে জিয়া পরাগকে, রাজীব চঞ্চলকে, জাভেদ শফিককে, শরীফ মিনহাজউদ্দিনকে, ফাহাদ লাভলুকে, হানিফ নীড়কে, খুশবু ইমনকে, মালেক শাওনকে, মাহতাব টিপুকে, শাকিল জুয়েলকে, অনত রিপনকে, নাইম ওয়াদিফাকে, ওয়ালিজা ইভাকে, নোশিন রানী হামিদকে ও তাহসিন রিদওয়ানকে পরাজিত করেন। আমিনুল সুব্রতর সাথে ও নাসির সাগরের সাথে ড্র করেন।

উল্লেখ্য কুষ্টিয়ার মর্ণিং গ্লোরী চেস ক্লাবের পৃষ্ঠপোষকতায় তিনদিনব্যাপী এ আসরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থা ৩.২ জোনের প্রেসিডেন্ট সৈয়দ শাহাবউদ্দিন শামীম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্মসম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম। মর্ণিং গ্লোরী চেস ক্লাবের সভাপতি ডা. রতন কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সভাপতি আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।

৩০ অক্টোবর শুক্রবার বিকেল ৩টা থেকে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

চেসবিডি.কম/এমএ