
এনএনসিসি ব্লিটজে মতিউর মামুন চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৭ নভেম্বর ২০২০
নারায়ণগঞ্জের মোহাম্মদ মতিউর রহমান মামুন নিউ নেশন চেস ক্লাব (এনএনসিসি) ৫৫তম ব্লিটজ এরেনা চেস টুর্নামেন্টে ৩০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এদিকে ১৮ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন ভোলার শাওন চৌধুরী।
অপরদিকে ঝিনাইদহের মো. নজরুল ইসলাম মন্ডল ১৭ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থান লাভ করেন।
উল্লেখ্য ১৬ নভেম্বর রাতে লিচেস.অরগ প্লাটফর্মে এনএনসিসি ৫৫তম ব্লিটজ এরেনা চেস টুর্নামেন্টে ২৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ